সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: অতিরিক্ত সচিব পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া একজন অতিরিক্ত সচিবকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
বুধবার পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) শিবানী ভট্টচার্য্যকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন)-এর ৪৩(১) ধারা অনুযায়ী চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন।’
এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে অবসর গমনের সুবিধার্থে ছয় অতিরিক্ত সচিবকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত শ্যামল চন্দ্র কর্মকর্তারকে একই বিভাগের অতিরিক্ত সচিব, অর্থ বিভাগে সংযুক্ত বিশ্বজিৎ ভট্টচার্য খোকনকে একই বিভাগের অতিরিক্ত সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সংযুক্ত মো. তৌহিদ হাসনাত খানকে একই বিভাগের অতিরিক্ত সচিব, বেজার প্রধান আইন কর্মকর্তা সত্য রঞ্জন মন্ডলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্ত শিখা সরকারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত মো. রেজাউল করিমকে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।