
সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ১৬৪ জন এবং ঢাকার বাইরে ৪৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭৬ জন। এরমধ্যে ৩ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। আর এ মাসে রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯৩২ জন।
রবিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৬৭ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকায় আছেন ৭৯৫ জন, আর বাকি ১৭২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ২০ হাজার ১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৮৬ জন।