২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ মিছিল

ছবি: সংগৃহিত।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে এবং বিএনপি-জামায়াতের অপরাজনীতি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ মিছিল হয়েছে সুনামগঞ্জে। সোমবার দুপুরে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে শহরে একটি মিছিল বের হয়। মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ব্যারিস্টার এনামুল কবির ইমন মিছিলের আয়োজন করেন। 
এদিকে, একই সময় শহরে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় ছাত্রলীগ। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরজুড়ে। বিকালে গ্রেনেড হামলার প্রতিবাদে মিছিল সমাবেশ করবে জেলা আওয়ামী লীগ।