হেনস্থার শিকার হলেন সোমলতা

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের বাঙালি গায়িকা সোমলতা আচার্য হেনস্তার শিকার হয়েছেন। মদ্যপ অবস্থায় স্টেজে উঠে উত্ত্যক্ত করার অভিযোগ এনেছেন এক শিক্ষকের বিরুদ্ধে। পরে পুলিশ গিয়ে সোমলতা ও তার ব্যান্ডের অন্য সদস্যদের উদ্ধার করেছে বলে জানিয়েছেন সোমলতা।

সম্প্রতি ভারতের জলপাইগুড়ির ধুপগুড়ির কালীরহাটে এক গানের শো করতে গিয়ে এই হেনস্থার শিকার হন তিনি। ভারতের এক গণমাধ্যমে বলা হয়েছে, জলপাইগুড়ির ধুপগুড়ির কালীরহাটের একটি স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। পরে পুরো ঘটনাটি ফেসবুক লাইভের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন গায়িকা সোমলতা আচার্য।

তার অভিযোগ, স্কুলের শিক্ষক অর্ণব সাহা মদ্যপ অবস্থায় স্টেজে উঠে বিভিন্নভাবে সোমলতাকে বিরক্ত করছিলেন। পাশাপাশি তার গান ঠিক মতো শোনা যাচ্ছে না বলেও বারবার অভিযোগ করে শ্রোতাদের খেপিয়ে তোলার চেষ্টা করেছেন।

তখন স্টেজের সামনে উপস্থিত ছিলেন প্রায় ১৫ হাজার শ্রোতা। সেখানে ছিলেন স্কুলের ছোট ছোট ছাত্র-ছাত্রীরাও। ছাত্র-ছাত্রীদেরকেও বিভিন্নরকম উস্কানিমূলক কথা বলেছিলেন ওই শিক্ষক। পরে অবস্থা সুবিধাজনক নয় বুঝতে পেরে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে সোমলতা ও তার ব্যান্ডের অন্যান্য সদস্যদের উদ্ধার করেন।

সোমলতার দাবি, তার ব্যান্ডের অন্যান্য সদস্যদের আটকে রেখে আরও অনেকভাবে হেনস্থার পরিকল্পনা ছিল ওই শিক্ষকের। তবে পুরো ঘটনায় পুলিশের ভূমিকায় খুশি গায়িকা সোমলতা ও তার ব্যান্ডের অন্যান্য সদস্যরা। পরে পুলিশ তাদের বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেন বলে জানিয়েছেন গায়িকা।

এ ঘটনায় অনেকেই সমালোচনা করেছেন এবং অভিযুক্তের শাস্তির দাবিও করেছেন অনেকে।