
সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নে ভোট গননকালে আওয়ামী লীগ মনোনীত রোখসানা আক্তার শিখা ও বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ খেলুর লোকজনের মধ্যে সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছেন। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জলসুখা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল জব্বার জানান, ব্যালট পেপার আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জলসুখা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে বিকালে গণনা শুরু হয়। সন্ধ্যায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রোখসানা আক্তার শিখা এবং আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ খেলুর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন ব্যালট পেপারে আগুন ধরিয়ে দেয় সংঘর্ষকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
অপরদিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে বিজয়ী প্রার্থীরা হলেন আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল ইসলাম মোবারুল, শিবপাশা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) নলিউর রহমান তালুকদার, বদলপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সুশেনজিৎ চৌধুরী ও কাকাইলছেও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মিজবাহ উদ্দিন ভূঁঁইয়া। অপরটি জলসুখা ইউনিয়নে সংঘর্ষ হওয়ায় একটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।