সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদফতরের নতুন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবীর। বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীনের স্বাক্ষরসহ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
মুগদা মেডিকেল কলেজে যোগ দেওয়ার আগে ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন আহমেদুল কবীর। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। বর্তমানে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব পদের দায়িত্ব আছে তার কাঁধে।
আগে এই পদে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি অবসরে গেছেন।