সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: হরতাল অবরোধের নামে দেশব্যাপী সহিংসতা, পুলিশ হত্যা, হাসপাতালে অগ্নিসংযোগ ও কর্মরত সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে শান্তি সমাবেশ করেছে যুবলীগ।বুধবার দুপুরে শহরের রমিজ বিপণির জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়৷
জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সহ-সভাপতি ও তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সদস্য সবুজ কান্তি দাস, অমল কর প্রমুখ।
সমাবেশ শেষে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে মোটরসাইকেল মহড়া দেন।
এদিকে, বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে জেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন পিকেটিং করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের হাজীপাড়া এলাকায় ৩টি সিএনজি অটোরিক্সা ভাঙচুর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া দেয়। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে জেলা জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।