সুনামগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে দু’জন শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহিত।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তী নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার আনোয়ারপুর এলাকার নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

সকালে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুরের জাদুকাটা নদী থেকে বালু ও পাথর নিয়ে বাল্কহেড রক্তী নদী হয়ে দেশের বিভিন্ন এলাকায় যায়। আবার ছোট ছোট বারকি নৌকায় করে স্থানীয় শ্রমিকেরা বালু ও পাথর পরিবহন করেন। গতকাল শনিবার সন্ধ্যায় রক্তী নদীর আনোয়ারপুর এলাকায় বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় একটি বারকি নৌকা ডুবে যায়।

এতে স্থানীয় চিকসা গ্রামের বালুশ্রমিক নুরুল আমিন (২৫) ও সামায়ুন কবির (২৭) নিখোঁজ হন। আহত হন একই গ্রামের আবদুল ওয়াহিদ (৪৮), আবদুল ওদুদ (৪৩) ও মনির মিয়া (২৬)। এর মধ্যে আবদুল ওয়াহিদকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহ আলম বলেন, আজ সকালে ডুবুরি দল ঘটনাস্থলে যায়। এর আগেই দুজনের লাশ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন লাশ দুটি উদ্ধার করেন।

স্থানীয় চিকসা গ্রামের বাসিন্দা কলেজশিক্ষক ফজলুল করিম বলেন, বাল্কহেডটি দ্রুতগতিতে এসে বারকি নৌকার ওপরে উঠে যায়। গতকাল রাতে স্থানীয় লোকজন নিখোঁজ দুজনের খোঁজ করেও পাননি। পরে আজ সকালে নিখোঁজ দুজনের লাশ পাওয়া গেছে।