
সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও ঢাকায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।
রবিবার দুপুরে শহরের রমিজ বিপণীর দলীয় কার্যলয়ের সম্মুখ থেকে একটি মিছিল বের করেন নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। মিছিলটি প্রধান সড়ক হয়ে পুরাতন বাস স্টেশন ঘুরে দলীয় কার্যালয়ের সম্মুখে যায়। সেখানে শান্তি সমাবেশে বক্তব্য দেন নেতারা।
এদিকে, হরতাল সফল করতে বিভিন্ন স্থানে পিকেটিং করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২ টার দিকে পুরাতন বাস স্টেশনের দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে হরতালের পক্ষে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। বাধার মুখে সেখানে সমাবেশ করেন তারা। এদিকে, হরতালে আইন-শৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন।