সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ময়না মিয়া (৭১) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
শনিবার দুপর ১২টায় সুনামগঞ্জের দিরাই পৌরসভার মজলিশপুর গ্রামের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। সন্ধ্যায় দিরাই জামেয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে শনিবার রাতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এর আগে বিকেল ৫টায় পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধা ময়না মিয়ার কফিনে গার্ডঅব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুস সাদিক, আব্দুস সালাম, আব্দুল করিম, আজাদ মিয়া, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে এবং আত্নীয় স্বজন সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফেরাতের জন্য পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।