সিলেট এসএমপির এডিসিকে ডিএমপিতে বদলি

সারাবিশ্বডটকম সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকারকে বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

জ্যোতির্ময় সরকার দীর্ঘদিন ধরে এসএমপিতে কর্মরত রয়েছেন। তিনি এসএমপির মিডিয়ার দায়িত্বেও ছিলেন। প্রজ্ঞাপনে আগামী ২ অক্টোবরের মধ্যে তাকে নতুন কর্মস্থল ডিএমপিতে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।