সিলেটে কোটি টাকার বেদখল জায়গা উদ্ধার করলো জালালাবাদ গ্যাস

সারাবিশ্বডটকম রিপোর্ট: সিলেট নগরীর মেন্দিবাগে বেদখল হওয়া কোটি টাকার জায়গা উদ্ধার করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) কর্তৃপক্ষ। রবিবার (৫ জুন) দুপুরে পুলিশ ও সিলেট সিটি করপোরেশনের সহায়তায় অভিযান চালিয়ে ১১ শতক জায়গা উদ্ধার করা হয়।

যার মূল্য এক কোটি টাকার উপরে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জায়গাটি একটি চক্র অবৈধভাবে দখল করে বালু-পাথর মজুত করে ব্যবসা চালিয়ে আসছিলো। 

জেজিটিডিএসএল সূত্রে জানা গেছে, সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ের ঠিক ডানপাশে বাউন্ডারি করা মোট ৮৮ শতক জমি রয়েছে। এর থেকে ১১ শতক জমি স্থানীয় একটি চক্র দখল করে দীর্ঘদিন ধরে বালু-পাথর মজুদ করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিলো। বার বার নোটিশ পেয়েও তারা দখল ছাড়ছিলো না। সেই জায়গাটি দখলমুক্ত করতে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে দুপুর ১২টার দিকে অভিযান চালানো হয়। এসময় অবৈধ দখলদারদের তৈরি করা টিনের ঘর গুড়িয়ে দেওয়া হয়।  

জালালাবাদ গ্যাসের উপ-ব্যবস্থাপক (এস্টেট শাখা) মো. আব্দুল মুনায়েম সরকার এ বিষয়ে সিলেটভিউ-কে বলেন, স্থানীয় কয়েকজন জায়গাটি দখল করে বালু-পাথরের ব্যবসা করে আসছিলো। আজ (রোববার) অভিযান চালিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে। 

তিনি বলেন, এখানে জালালাবাদ গ্যাসের মোট ৮৮ শতক জায়গা বাউন্ডারি করা আছে। এর মধ্যে ৬ শতক জায়গা সিলেট সিটি করপোরেশনকে লাইব্রেরির এবং ৩ শতক জায়গা রাস্তার জন্য জন্য দেওয়া হয়েছে। এখানে অত্যাধুনিক মসজিদ নির্মাণ করা হবে। এছাড়াও প্রয়োজনমতো বাকি জায়গা ব্যবহার করবে জালালাবাদ গ্যাস।