সিলেটের সদ্যপ্রয়াত অধ্যাপক মো. সালেহ আহমদের স্মরণে লন্ডনে সভা ও দোয়া মাহফিল

ছবি: সংগৃহিত।

সারাবিশ্বডটকম আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী ও সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ, সদ্যপ্রয়াত অধ্যাপক মো. সালেহ আহমদের স্মরণে লন্ডনে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের একটি হলে লন্ডন প্রবাসী সৈয়দপুরবাসীর ব্যানারে স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার সৈয়দ ফররুক আহমেদ।

স্মরণসভায় বক্তারা বলেন, অধ্যাপক সালেহ আহমদ তার জীবদ্দশায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একজন স্মার্ট শিক্ষকের ভূমিকা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন। তিনি ছিলেন সত্যিকারের একজন ভাল মানুষ, মানুষ গড়ার কারিগর। তার এ স্থান কখনও পূরণ হওয়ার নয়।

স্মরণসভায় সৈয়দ সজিব আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা পরিচালনা করেন, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক প্রভাষক সৈয়দ জিয়া শহীদ ও অধ্যাপক মো. সাজিদুর রহমান।

সদ্য প্রয়াত অধ্যাপক মো. সালেহ আহমদের স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্যে রাখেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, গবেষক ফরিদ আহমেদ রেজা, আহমেদ ময়েজ, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, কবি মাশূক ইবনে আনিস, অধ্যাপক সৈয়দ মোয়াজ্জম হোসেন রওনক, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, অধ্যাপক শেখ সোজা উল্লাহ তালহা, সলিসিটর সৈয়দ শাহিন, সোহেল আহমেদ, শেখ রেজওয়ান, সৈয়দ জামিল, সৈয়দ সুমন, মো. রয়েছ মিয়া, সৈয়দ মামুন, মাওলানা সৈয়দ তামিম আহমেদ, সৈয়দ নাসেরসহ আরো অনেকে।

সভায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন মাওলানা সৈয়দ আসরাফ আলী।

প্রসঙ্গত, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে ১৯৬৩ সালে জন্ম নেওয়া প্রফেসর মো. সালেহ আহমেদ চতুর্দশ বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। পরে ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।