সিলেটকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা সহ ১০ দফা দাবিতে মানববন্ধন

সারাবিশ্বডটকম অনলাইন নিউজ ডেস্ক: সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের উদ্যোগে সিলেট বিভাগের বন্যা আক্রান্ত এলাকাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা সহ ১০ দফা দাবিতে আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ সহ সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের নেতা ও ত্রান কমিটির সদস্য সচিব সাইদুল হক চৌধুরী, সারোয়ার খান ফারুক, আনোয়ার হোসেন শিপলু, আলাউদ্দিন আল আজাদ, ইশতিয়াক আহমেদ, ক্যাপ্টেন মিজানুর রহমান, সিরাজুল ইসলাম বাচ্চু, আব্দুস সোবাহান,ইঞ্জিনিয়ার এনামুল কাদির, ইমন, মনি, আব্দুর রব, মেনন চৌধুরী, রুবেল সহ জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সোহেল বলেন, আমাদের সভাপতি আহমেদ আল কবির স্যার বন্যার পর দিন থেকে নিজে উপস্থিত থেকে ত্রান বিতরন সহ ত্রান কাজের সাবিক দেখাশোনা করছেন। তিনি আরও বলেন বিগত বিভিন্ন সেবা কাজের ন্যায় সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ বিশেষ করে সিলেট বাসীর কল্যাণের জন্য সবসময় পাশে ছিল এখনো পাশে থেকে কাজ করে যাচ্ছে। বিত্তবানরা আমাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আর সরকারের কাছে অনুরোধ অতি দ্রুত সিলেট বিভাগের বন্যা কবলিত এলাকাকে বন্যা দূগত এলাকা ঘোষনা করার জোর দাবী জানাচ্ছি।