সিনিয়র সচিব হলেন বিইপিআরসির চেয়ারম্যান মোকাব্বির

মো. মোকাব্বির হোসেন। ছবি: সংগৃহীত

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: সচিব পদে কর্মরত বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেন সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন। 

বুধবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এম. মোকাব্বির হোসেন বিসিএস দশম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।