
সেলিম হোসেন সাতক্ষীরা : দূঃস্থ্য মহিলা উন্নয়ন কর্মসূচী (ভিজিডি) ২৪ মাস চক্র জানুয়ারি-২০১৭-ডিসেম্বর ২০১৮ এর আওতায় উপকারভোগী মহিলাদের সঞ্চয় টাকা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন পরিষদের হলরুমে সালমা ফাউন্ডেশনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোযিতায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিবপুর ইউনিয়নের উপকারভোগী মহিলাদের মাঝে সঞ্চয় তুলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হরুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, সদর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি প্রমুখ। এসময় শিবপুর ইউনিয়নের ১শ’৩১ জন উপকারভোগী মহিলাদের মাঝে মুনাফাসহ সঞ্চয় ৬ লক্ষ ৩২ হাজার ৯শ ৭২ টাকা প্রদান করা হয়।