সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন ও দ্বিকক্ষ সংসদ চান শিক্ষার্থীরা

ছবি: সংগৃহিত।

সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ কাঠামো, নির্বাচন কমিশন শক্তিশালীকরণসহ নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কাছে একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া প্রবাসীদের ভোটাধিকার, আওয়ামী লীগকে ভোট করতে না দেওয়া, পরিবারতন্ত্রের বাইরে গিয়ে দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব দিয়েছেন তারা।

নির্বাচনি ব্যবস্থার সংস্কার নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে ধারাবাহিক সংলাপ চলছে। গতকাল রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। আড়াই ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম বড় শর্ত নির্বাচন। এজন্য নির্বাচন কমিশন শক্তিশালী করতে হবে। এদিকে, সংলাপে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের প্রস্তাব গভীরভাবে বিবেচনা করা হবে। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে অঙ্গীকার করছি।’ তিনি আরও বলেন, সংবিধানিক পদে থাকা ব্যক্তি, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা অপরাধ করে কিন্তু কোনো নির্বাচনি অপরাধের বিচার হয় না। বিগত তিনটি নির্বাচন বিতর্কিত হয়েছে। নির্বাচনি অপরাধ করে হাজার হাজার মানুষ ঘুরে বেরাচ্ছে, তাদের বিচার হচ্ছে না। নির্বাচনি বিরোধ ট্র্যাইবুনালে যায়। সংসদের মেয়াদ শেষ হয় কিন্তু নির্বাচনি বিরোধ আর মীমাংসা হয় না।

অপরদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, সংস্কার প্রস্তাব যেন জনবান্ধব হয়।

আগামী দিনে কোনো সরকারকে আর ফ্যাসিস্ট হতে দেব না আমরা। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের তরুণদের সজাগ থাকতে হবে। আমাদের ঐক্যে কেউ যেন ফাটল ধরাতে না পারে। কমিশনের সংস্কার প্রস্তাব যেন জনবান্ধব হয়। জনবিচ্ছিন্ন প্রস্তাব আজ না হোক, ২০ বছর পরে খারিজ হয়ে যাবে। এ বিষয়ে কমিশন বলছে, নিষ্ঠার সঙ্গেই কাজ করছেন তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রস্তাব বিবেচনার আশ্বাসও দেওয়া হয়।