সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইউডিসিএল) থেকে সরাসরি কেনা হবে ২২ ধরনের ওষুধ

ছবি: সংগৃহিত।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইউডিসিএল) থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৪ হাজার ২৫০টি কমিউনিটি ক্লিনিকের জন্য ৬৯ হাজার ৩৭৫ কার্টনে ২২ প্রকার ওষুধ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৩-২৪ অর্থবছরের জন্য এই ওষুধ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৩ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ওষুধ কেনার অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদফতর কর্তৃক দেশের ১৪ হাজার ২৫০টি কমিউনিটি ক্লিনিকের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে ৬৯ হাজার ৩৭৫ কার্টনে ২২ প্রকার ওষুধ সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।