সারাবিশ্বডটকম রিপোর্ট: সচিব পদে পদোন্নতি পেলেন দুই অতিরিক্ত সচিব। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন একই মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছেন। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশে বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনের পদোন্নতি আগামী ২২ সেপ্টেম্বর থেকে এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীর পদোন্নতি আগামী ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।