সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ছবি-সংগৃহিত।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিকেল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামী ১০ ডিসেম্বর সমাবেশ সামনে রেখে আজ সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত বড় হতে থাকে। একপর্যায়ে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় নেতাকর্মীদের। সংঘর্ষে মকবুল হোসেন নামে একজন মারা যান। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়। রহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করে পুলিশ।

বিকেল সাড়ে চারটার দিকে কার্যালয়ে ঢুকতে না পেরে ফুটপথে বসে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাত সোয়া ৮টার দিকে উঠে চলে যান। এ সময় আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ হবে কি না জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘সমাবেশের বিষয়ে স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’