সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: নিজস্ব প্রতিবেদক: স্বনামধন্য সাংবাদিক পীর হাবিবুর রহমান সবকিছুর উর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে সাংবাদিকতা করেছেন। শত প্রতিকূলতার মধ্যে থেকেই সাংবাদিকতায় কখনো কারো সাথে আপোষ করেননি। বাংলাদেশ প্রতিদিনের সাবেক নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে এভাবে তাকে স্মরণ করেন সাংবদিক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। আজ (রোববার) জাতীয় প্রেসক্লাবে স্মরণসভায় বক্তারা বলেন, বন্ধুসুলভ, মৃদুভাষী ও অমায়িক মানুষ ছিলেন পীর হাবিব।
বরেণ্য সাংবাদিক, কলামিস্ট পীর হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করে তার সবশেষ কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ। এতে তার দীর্ঘদিনের সহকর্মী, সহপাঠী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।
উপস্থিত ছিলেন পীর হাবিবের পরিবারের সদস্যরাও। তাকে স্মরণ করতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন তারা। সাংবাদিকতা জগতে পীর হাবিবের অবদানের কথা বিশ্লেষণ করেন রাজনীতিবিদরাও। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে অবিচল ছিলেন এই সাংবাদিক।
সহকর্মীরা বললেন, কলামিস্ট হিসেবে পীর হাবিব সবসময় সত্যকে প্রকাশ করেছেন, যার কারণে অনেকের কাছে শত্রু হয়েছেন। কিন্তু নীতি-আদর্শ থেকে বিচ্যুতি হননি। তারা বলেন, সহসী সাংবাদিক পীর হাবিব ছিলেন ন্যায় ও সত্যের পক্ষে অনঢ়। এসময় তরুণ সাংবাদিকদের পীর হাবিবকে অনুসরণ করার আহ্বান জানান বক্তারা।
এর আগে সকালে নিজ জেলা সুনামগঞ্জে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
সূত্র: বৈশাখীঅনলাইন.কম