শেখ হাসিনাকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অভিনন্দন

শেখ হাসিনা ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। সংগৃহিত।

সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদের সূচনা করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, ‘আমরা এসডিজি ও সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রায় সমর্থন অব্যাহত রাখার আশা করছি।’

তিনি বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনকে গ্রহণ করার ক্ষেত্রে বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক উদাহরণে পরিণত হতে চলেছে।

তিনি বলেন, ‘আমরা আপনাদের দূরদর্শী ডিজিটাল বাংলাদেশ উদ্যোগসহ আর্থিক অন্তর্ভুক্তি লক্ষ্য অর্জনে চলমান সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তুলতে আমাদের ফাউন্ডেশন এটুআই ও আইসিটির সাথে অংশীদারিত্ব করেছে এবং আমরা আপনাদের ২০৪১ সালের জন্য স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে অবদান রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সহযোগিতা করছি।’

মেলিন্ডা বলেন, সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শেখ হাসিনার অঙ্গীকারের কথাও ফাউন্ডেশন সমর্থন করে।

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ধানের প্রজনন আধুনিকায়ন ও উৎপাদনশীলতা ধরে রাখতে আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাথে কাজ করছি।’

তিনি পুষ্টি বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা সফলভাবে সম্পন্ন এবং জাতীয় খাদ্য ও নিরাপত্তা নীতি ২০২০-২০৩০ পাস করায় সরকারকে অভিনন্দন জানান।


সূত্র : ইউএনবি