এসবি মিলন
ভোলার লালমোহনে মাদরাসা শিক্ষার মান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ এপ্রিল বুধবার সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার হলরুমে আয়োজিত এ সেমিনারে উপজেলার ৪২টি মাদরাসার প্রধানরা অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক দিদারুল ইসলাম অরুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এবং লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশারেফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক ফিরোজ আলম বলেন, উপজেলার মাদরাসা গুলোতে শিক্ষার গুনগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পোষাক আসাক ও প্রতিষ্ঠানে শিক্ষকদের পাঠদান পদ্ধতিতে আরো নতুনত্ব ও সৃজনশীলতা আনায়নের লক্ষ্যে মুলত এই সেমিনারের আয়োজন করা হয়েছে। এ সেমিনার আয়োজনের ফলে প্রতিষ্ঠান প্রধানরাও বেশ উৎসাহ বোধ করেছে।
১৭/৪/১৯ইং