লালমোহনে ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে টাকা ছিনতাই

এসবি মিলন
ভোলার লালমোহনে গার্মেন্টস ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে প্রায় পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এর পর আরো টাকার দাবীতে ঐ ব্যবসায়ীকে তার দোকানের মধ্যে রাতভর অবরুদ্ধ করে আটকে রাখা হয়। পর দিন সকালে স্থানীয় গন্যমান্যদের সহায়তায় ঐ ব্যবসায়ী মুক্তি পান। এ ঘটনায় ৬ জনকে আসামী করে লালমোহন থানায় এজাহার দায়ের করেছেন ঐ ব্যবসায়ী। গত শনিবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার পাঙ্গাসিয়া বাজারের মা গামেন্টর্সের মালিক মোঃ মামুন জানান, গত শনিবার রাত ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে এলাকার দুলাল, আলমগীর, রত্তন, সিরাজ, ইকবাল ও হাফিজ তাকে রাস্তার উপর ঝাপটে ধরে মুখে গামছা পেচিয়ে মারপিট শুরু করে। এসময় তার সাথে থাকা প্রায় পঞ্চাশ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায় তারা। এর পর আমাকে মারতে মারতে বাজারে নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকিয়ে বাইর থেকে তালা মেরে দেয়া হয়। পর দিন সকালে দোকানের মধ্যে থেকে আমি ডাক চিৎকার করলে এলাকার লোকজন দোকানের তালা খুলে আমাকে বেড় করে। বিষয়টি জানাজানি হলে এলাকার মুরুব্বিরা শালিসি ব্যবস্থার মাধ্যমে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে নিরুপায় হয়ে আমি তিন দিন পর সোমবার রাতে ঘটনার প্রধান হোতা আলমগীরকে ১নং আসামী করে ৬ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করি।
এ ব্যপারে অভিযুক্ত আলমগীর ও আরেক অভিযুক্ত সিরাজের পিতা খালেক মাদবর বলেন, ঘটনা যাই ঘটেছে আমারা মিটমাট করার কথা বলেছি এবং সময় নিয়েছি। এলাকার নেতারা আছে, তারা ফয়সালা করে দেবে।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন আমরা এজাহার পেয়েছি, এখন আইনগত ব্যবস্থা নেব।

২৩/৪/১৯ইং