ভোলার লালমোহনে কেন্দ্রীয় সমবায় সমিতির ৩২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি (চলতি দায়িত্ব) উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা ১৮১টি সমিতির প্রতিনিধিরা অংশগ্রহন করেন। সভায় অন্যান্যের মধ্যে লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান সৈয়দ আবুল কাশেম, লালমোহন সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়া, ভোলা পল্লী বিদ্যূত সমিতির সাবেক সভাপতি কামাল ফরাজী সহ থানা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্র জানায়, সভায় গত ১ বছরের আয়-ব্যয় এবং আগামী বছরের জন্য বাজেট পেশ করেন উপজেলা বিআরডিবির কর্মকর্তা মোঃ ফিরোজ আলম।
৪/৪/১৯ইং