ওয়ান নিউজ ডেস্ক :
ভোলার লালমোহনে আব্দুর রহমান (২৩) নামের এক মাদক বিক্রেতাকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। রবিবার রাতে লালমোহন উপজেলার আশ্রাফ নগর হাইস্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। ধৃত আব্দুর রহমান, উপজেলার চরভুতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, এ ব্যপারে লালমোহন থানার এস আই গোলাম মোস্তফা বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। মামলা নং-১৪। ধৃত আব্দুর রহমান জানান, সৈকত নামের এক যুবক তাকে এই ইয়াবা ট্যাবলেট দিয়েছে। সৈকত ঐ এলাকার ছেলে।
১৭/৬/১৯ইং