লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত ১

অনলাইন ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের চালক শফিকুল ইসলাম (২০) নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে উপজেলার বড়খাতা দোয়ানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম (২০) নীলফামারীর জলঢাকা উপজেলার নবাবগঞ্জ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে বাউরা থেকে ডিমলাগামী মাইক্রোবাসটিকে বুড়িমারীগামী মোল্লা পরিবহনের একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালক শফিকুল ইসলাম ও তার হেলপার ইসমাইল হোসেন (১৬) গুরুতর আহত হন। তাদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে চালক শফিকুল ইসলাম (২০) মরা যান। ঘাতক ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি প্রসূন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশায় দ্রুতগতির ট্রাকটি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়ার এ দুর্ঘটনা ঘটে।