সারাবিশ্বডটকম অনলাইন নিউজ ডেস্ক: ভাড়া বাড়ানোর আশ্বাসে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থা। সংগঠনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন।
রবিবার (৭ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সঙ্গে বৈঠকে বসেন যাপ নেতারা। বৈঠক চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। বৈঠকের পর মাহবুব উদ্দিন ধর্মঘট প্রত্যাহারের কথা জানান।
তিনি বলেন, লঞ্চে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ৬০ পয়সা। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী প্রতি কিলোমিটারে যাত্রীদের দিতে হবে ২ টাকা ৩০ পয়সা। আগামীকাল থেকে লঞ্চ চলবে বলেও জানান মাহবুব উদ্দিন।
বৈঠকে লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুর রহমান, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ও লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ডিজেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর কোনও সিদ্ধান্ত না নেওয়ায় শনিবার (৬ নভেম্বর) দুপুরের পর থেকে লঞ্চ চালানো বন্ধ রাখেন মালিকরা।
এর আগে রবিবার বাসের ভাড়াও বাড়ানো হয়। ভাড়া বাড়ানোর পর ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি।