অনলাইন ডেস্ক: রাজধানীর মালিবাগ ডিআইটি সড়কে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ওই সড়কে আবুল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ডিআইটি সড়কে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট শুভ কুমার দে জানান, রাজধানীর রামপুরা টিভি সেন্টারগামী যাত্রীবাহী সুপ্রভাত পরিবহনের একটি বাস অজ্ঞাতপরিচয় ওই নারীকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তার পরনে ছিল জর্জেট কাপড়ের সালোয়ার কামিজ। ধারণা করা হচ্ছে, নিহত নারী পোশাক শ্রমিক।