রাজধানীর বংশালে অস্ত্রের আঘাতে মৃত্যু ১

অনলাইন ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি লন্ড্রির দোকানে কর্মচারী ইউনুস নামক এক ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে অপর এক কর্মচারী সৌরভ হোসেনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর ১টার দিকে বংশালের সিদ্দিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ‌উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করে জানান, সিদ্দিক বাজারের মাহিন লন্ড্রির দোকানে ইউনুস ও সৌরভ কাজ করতো। দুপুরে খেলার ছলে তাদের মধ্যে হাতাহাতি হয়।

এক পর্যায়ে ইউনুস ধারালো একটি অস্ত্র দিয়ে সৌরভকে আঘাত করলে তিনি মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।