ময়মনসিংহে ট্রাকচাপায় শিক্ষক নিহত

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কেশরগঞ্জ ডিগ্রি কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এতে রাসেল নামে আরেক জন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রভাষক মো. সাইফুল ইসলাম নিহতের খবরে কলেজটিতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেলে কেশরগঞ্জ থেকে তাঁরা দুজন মধুপুর যাবার পথে সন্তোষপুর কান্দুর বাজার নামক স্থানে বিদ্যুৎতের খুঁটি বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপতালে ভর্তি করা হয়। ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে যায়।

উপজেলার কালাদহ ইউনিয়নের অবসরপ্রাপ্ত প্রকৌশলী হায়দার আলীর একমাত্র পুত্র নিহত সাইফুল ইসলাম কালাদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর স্ত্রী আমানে খাতুন আখতার সুলতানা মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।