সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: ময়মনসিংহে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়লে এক পুলিশ সদস্য ও নগরীর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমসহ চার জন আহত হয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিটিউট মাঠে বিভাগীয় সমাবেশ শেষে নগরীর রেলওয়ে চত্বরে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী নগরীর কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছিল আওয়ামী লীগ। সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি নেতাকর্মীরা রেলওয়ে চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমসহ দুজন আহত হন।
বিএনপি নেতাদের অভিযোগ, সমাবেশ শেষে বাড়ি ফেরার জন্য রেলওয়ে স্টেশনে আসছিলেন বিএনপি নেতাকর্মীরা। কৃষ্ণচূড়া চত্বরে এলে তাদের ওপর হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে একজন আহত হন।
ঘটনাস্থলে দায়িত্বরত ১ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দুই পক্ষ ইট-পাটকেল ছুড়লে এক পুলিশ সদস্য আহত হন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘আমাদের সমাবেশ চলাকালে রেলওয়ে স্টেশন থেকে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুমসহ দুজন আহত হন।’
দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘আওয়ামী লীগ পূর্বপরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের এক নেতা আহত হন। বিএনপির ক্ষমতা নেই, এমনকি সাহসও নেই যে, তারা আওয়ামী লীগের সমাবেশে হামলা চালাবে। তারা আমাদের ওপর হামলা চালিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’