সারাবিশ্বডটকম রিপোর্ট: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। ঝুঁকিতে রয়েছেন নদী তীরের কয়েক লাখ বাসিন্দা। এদিকে জেলার কুশিয়ারা ও ধলাই নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। জেলার হাকালুকি, কাউয়াদীঘি, হাইল হাওরসহ বিভিন্ন হাওরের পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে।
এতে ৭ উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে পৌর শহরের মাইজপাড়া এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৪৩টি ঘর তলিয়ে গেছে। চরম বিপাকে পড়েছেন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীরা। জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।জেলা প্রশাসনের তথ্য মতে, পুরো জেলায় ৪২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ৪০ হাজার পরিবার ও জেলাজুড়ে ১০১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
সরেজমিন দেখা যায়, সোমবার সন্ধ্যা ৬টায় মনু নদীর চাঁদনীঘাট ব্রিজে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা যায়। অথচ পানি উন্নয়ন বোর্ড বলছে, এখনো ১ সেন্টিমিটার নিচে রয়েছে।