মুসলমানদের যুদ্ধ নাস্তিক্যবাদের বিরুদ্ধে: বাবুনগরী

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, বাংলাদেশসহ সারা পৃথিবীতে যে অশান্তি বিরাজ করছে, তার পেছনে নাস্তিকের দল কাজ করছে। আজকে মুসলিম জাতিকে বিশ্বব্যাপী উগ্র হিসেবে আখ্যা দিচ্ছে নাস্তিকদের দল। কারণ, নাস্তিকের কোনো ধর্ম নেই। তারা সারা বিশ্বে ধর্মে ধর্মে যুদ্ধ লাগিয়ে খেলা করছে। তাই মুসলমানদের যুদ্ধ এই নাস্তিক্যবাদের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ এ আর পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জামিয়াতুল ইব্রাহীম মাদ্রাসার মুহাদ্দেস মাওলানা মুফতি মামুনুর রশীদ।

হেফাজতের আমির বলেন, ‘বাংলাদেশের মাটিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধসহ সবাই সহাবস্থানে বাস করছে। এটা উগ্রবাদী আর নাস্তিকেরা সহ্য করতে পারছে না। তাই আমাদের যুদ্ধ এই নাস্তিক্যবাদের বিরুদ্ধে, এর বাইরে নয়।’