মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ১৩ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক: মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে ১৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। শুক্রবার সশস্ত্র জাতিগত বিদ্রোহীদের হামলায় এ ঘটনা ঘটে।

আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই মুখপাত্র জানিয়েছেন, সশস্ত্র বিদ্রোহীরা রাখাইনের চার পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে। স্বাধীনতা দিবস উদযাপনকালে এই হামলা চালানো হয়।

তিনি জানান,আরাকান আর্মির বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের জবাবে পুলিশ ফাঁড়িতে ওই হামলা চালিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা।

উল্লেখ্য, গত মাসের শুরু থেকে মিয়ানমারের রাখাইনে উত্তেজনা আবার বেড়েছে। এই সময় থেকে সরকারি নিরাপত্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে লড়াই জোরদার হয়েছে।