মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল

উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল মা হতে চলেছেন। সামাজিক মাধ্যমে বেবি বাম্পের একটি ছবি শেয়ার করে শ্রেয়ার সংসারে নতুন অতিথি আসার ঘোষণা দিয়েছেন কণ্ঠশিল্পী নিজেই। এ খবর জানানোর পর ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন শ্রেয়া-শিলাদিত্য দম্পতি।

আজ (০৪ মার্চ) সকালে নিজের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রেয়া ঘোষাল লিখেছেন, ‘শিশু শ্রেয়াদিত্য আসছে। আপনাদের এই খুশির সংবাদ দিতে পেরে শিলাদিত্য ও আমি খুব উচ্ছ্বসিত। জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছি। এ মুহূর্তে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই।’

এই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে গিয়ে রোমাঞ্চিত স্বামী শিলাদিত্য এবং তিনি। জীবনের এই নতুন পর্যায়ে প্রত্যেকে যাতে তাঁদের পাশে থাকেন এবং আশীর্বাদ জানান, সেই প্রার্থনাও করেন শ্রেয়া।

তবে সোশ্যাল মিডিয়ায় হ্যাসট্যাগ দিয়ে তার নামের প্রথম দুই অক্ষর ও তার স্বামীর নামের শেষের দুই অক্ষর মিলে শ্রেয়া লিখেছেন ‘শিশু শ্রেয়াদিত্য’। তাদের অনাগত সন্তানের নাম ‘শ্রেয়াদিত্য’ রাখা হবে কিনা সেটা নিয়ে চলছে আলোচনা।

মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল