
অনলাইন ডেস্ক: মাদারীপুরের কালকিনি পৌরসভার চর ঝাউতলা এলাকায় আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে আপন মামাতো- ফুফাতো ভাইবোন।
জানা গেছে, জেলার কালকিনি পৌরসভার চর ঝাউতলা এলাকার কামাল বেপারীর মেয়ে কানিজ (৩) ও পৌর এলাকার সাদিপুর গ্রামের কাইয়ুম সরদারের ছেলে রুশান (৪) খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পরে যায়। বাড়ির কোথাও তাদেরকে দীর্ঘক্ষণ না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে।
এক পর্যায়ে সন্দেহ হলে পুকুরে খুঁজতে নামে পরিবারের লোকজন। পরে মৃত অবস্থায় পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। রুশান মামা বাড়িতে বেড়াতে এসেছিল। শিশু কানিজ ও রুশানকে হারিয়ে পরিবারের সদস্যরা নির্বাক হয়ে পড়ছে।
নিহত কানিজের বাবা কামাল বেপারী জানান, খেলতে গিয়ে সবার অজান্তে পানিতে পরে যায় ওরা। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে মৃত উদ্ধার করা হয়।
প্রতিবেশীরা জানান, দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিল ওরা। ধারণা করা হচ্ছে, একজন পানিতে পরে গেলে তাকে ধরতে গিয়ে অপরজন পানিতে ডুবে যায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বিষয়টি জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনা খুবই দুঃখজনক।