মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা দিলেন ‘এমপি’

মুক্তিযোদ্ধা মোতাহার উদ্দিন, লােলমোহন :

ভোলার লালমোহন উপজেলায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। আজ বৃহস্পতিবার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে এক মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এমপি শাওন বলেন, মাদক দেশকে ধংশ করে দিচ্ছে। সমাজের প্রতিটি পাড়া মহল্লায় মাদকে ছেয়ে গেছে। পুলিশ প্রশাসনকে এই মাদকের ভয়াবহ বিস্তার প্রতিরোধের আহবান জানিয়ে এমপি শাওন বলেন, আমি লালমোহন উপজেলাকে মাদক মুক্ত উপজেলা হিসেবে দেখতে চাই। আজ থেকে লালমোহন উপজেলা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করলাম।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন এবং লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন গিয়াস উদ্দিন আহমদ।

 

৯/৫/১৯ইং