মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে অবশ্যই অফিসে থাকার নির্দেশ: মন্ত্রিপরিষদ বিভাগ

ফাইল ছবি। সংগৃহিত।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: সরকারি কাজের গতি এবং সেবা নিতে আসা মানুষের সুবিধা বাড়াতে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই অফিস করতে হবে।

জরুরি পরিস্থিতি ছাড়া তাদেরকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই অফিসে থাকার নির্দেশ দিয়ে সম্প্রতি আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

এর আগে ২০২১ সালে ও ২০১৯ সালেও একই ধরনের নির্দেশনা জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে তৃতীয়বারের মতো মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের এমন নির্দেশনা জারি হলো।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জরুরি পরিস্থিতি ছাড়া সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠপর্যায়ের দপ্তরগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সম্প্রতি অনেক কর্মকর্তাকে যথাসময়ে অফিসকক্ষে উপস্থিত পাওয়া যাচ্ছে না। এ জন্য জনসাধারণ এবং অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। তাতে সাধারণ নাগরিকেরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতিও কমে যায়।

সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়ানোর জন্য আবারো নির্দেশনা জারি করা হয়েছে উল্লেখ করে আদেশে বলা হয়েছে, অবশ্যই সকাল ৯টায় এসে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করতে হবে।