মগবাজারে বিকল ট্রাককে ট্রেনের ধাক্কা, রেল যোগাযোগ ব্যাহত

অনলাইন ডেস্ক: রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাক ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। এরপর থেকে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে।

আজ শনিবার ভোর সাড়ে পাঁচটায় মগবাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজার রেলগেট পার হওয়ার সময় ওই ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে গি‌য়ে‌ছিল। এ অবস্থায় চালক লাইন থে‌কে ট্রেন সরা‌তে পা‌রেন‌নি। পরে চালক লাইনের ওপর ট্রাক ফে‌লে নে‌মে যান। এরপর ঢাকাগামী উপবন ট্রেন এসে ধাক্কা দিয়ে কমলাপুর রেলস্টেশনের দিকে চলে যায়।

ট্রেনের ধাক্কায় ট্রাকটি ১০‌ মিট‌ার দূ‌রে গি‌য়ে ট্রে‌নের অপরলাই‌নে সিট‌কে প‌ড়ে। পরে অপর লাইনে কমলাপুর থেকে জামালপুরগামী বলাকা এক্সপ্রেস ট্রেন এসে ট্রাকটিকে আবার ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়।

ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, ভোর পাঁচটার দিকে বলাকা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় এখন একটি লাইনে রেল চলাচল করছে। অপর লাইনে রেল চলাচল বন্ধ।