ভোলায় নতুন গ্যাস কূপের সন্ধান মিলল

ফাইল ছবি। সংগৃহিত।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: ভোলায় নতুন গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে। এ কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব।

বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এ সুসংবাদ দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভোলা নর্থ-২ এ গ্যাস পাওয়া গিয়েছে। এ কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব।