সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: যারা ভোট চুরির সঙ্গে জড়িত থাকবে তাদের বিচার হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, ‘বিশ্বের উন্নত দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভোট চুরিতে জড়িত সবাইকে জেলে যেতে হবে। কেউ ছাড় পাবে না। তাই তাদের বলবো, বুঝিয়া করিও কাজ। আর করিয়া বিপদ ডাকিয়া আনিবেন না। দেশের মানুষকে দেশের মালিকানা ফিরিয়ে দিয়ে চলে যান। ৫০ বছর পর আবার দেখা হবে।’
সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে দাবি করে আমির খসরু বলেন, ‘রাস্তাঘাটে, পথেঘাটে সমাবেশে প্রত্যেক জায়গায় আজ একটা প্রশ্ন এই সরকারকে কবে বিদায় দেবেন? আমরা নিঃশ্বাস ফেলতে পারছি না। আরও কিছুদিন এই অবৈধ সরকার যদি থাকে, আমরা কেউ বাঁচবো না। শ্বাসরুদ্ধকর অবস্থায় প্রতিটি দিন অতিবাহিত করছি, আমাদের মুক্তি দিন। দেশকে মুক্ত করেন। এটাই হচ্ছে জনগণের বার্তা।’
দেশের মানুষ না খেয়ে আছে মন্তব্য করে আমির খসরু আরও বলেন, ‘অনেকে লুটপাট করে হাজার কোটি টাকার মালিক হয়েছে। লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করেছে। এসব টাকা ফেরত দিতে হবে। যারা আওয়ামী লীগের সঙ্গে ভোট চুরিতে জড়িত থাকবে, তাদের সবার তালিকা করা হবে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় যে বিস্ফোরণ হচ্ছে, আওয়ামী লীগ এগুলো নিয়েও রাজনীতি করার চেষ্টা করছে। একটা সরকারের আমলে যখন এগুলো ঘটে, তখন সে সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। তারা রাজনীতি করছে জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য।’
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।