ভারতীয় পানি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন

ছবি: সংগৃহিত।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় পানি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা গ্রহণের দাবীতে আজ সকাল ১০.০০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাওর অঞ্চল বাসী, ঢাকা, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, ঐক্যবদ্ধ সিলেট বিভাগবাসীসহ আরও কয়েকটি সংগঠনের নেত্রীবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

ভারতীয় পানি বাংলাদেশে ঢুকে ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, কুমিল্লা, বি-বাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ সারা বাংলাদেশে আকস্মিক বন্যায় প্লাবিত হওয়ার প্রতিবাদে বিভিন্ন দিক ধরে বক্তারা বক্তব্য রাখেন। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন এম আব্দুস সোবহান, এডভোকেট হাসনাত কাইয়ুম ক্যপ্টেন (অব) মিজানুর রহমান চৌধুরী, মাহবুব আলম মালু, গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম ড. ইঞ্জিনিয়ার লুতফুর রহমান, মাহবুব সিদ্দিকী, সিএম সাকিল,এম রাজা, কুতুবউদ্দিন আহমেদ সুহেল, বুরহান উদ্দিন আহমেদ, রুপক চৌধুরী, ফারজানা আশা, জেসমিন নুর প্রিয়াঙ্কা, এড নদী, জিয়াউর রহমান জিয়া,কামরুল হাসান বাবু, সাজিয়া রহমান, ও ঐক্যবদ্ধ সিলেট বিভাগবাসীর আহবায়ক সাংবাদিক আনহার সামসাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন হাওর অঞ্চলবাসীর নারীনেত্রী জাকিয়া শিশির এবং অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ৭টি জেলা নিয়ে গঠিত হাওর অঞ্চলের গবেষক ড.হালিমদাদ খান। এছাড়া, অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হাওর পাড়ের সংগঠক ও সারাবিশ্বডটকম অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন।