সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: ব্রিটেনে ত্রিশের বেশি বয়সীদের মধ্যে স্বাস্থ্যগত দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থানে বাংলাদেশিরা। বাংলাদেশিদের সঙ্গে ভগ্নস্বাস্থ্যের এ তালিকায় রয়েছেন পাকিস্তানিরাও।
বর্ণবাদ ও সামাজিক বৈষম্য সরাসরি স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহে ব্রিটেনের সাসেক্স ইউনিভার্সিটির পরিচালিত জরিপের প্রকাশিত ফলাফলে এমন তথ্য জানা গেছে।
ফলাফলে দেখা গেছে, ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত চল্লিশ বছর বয়সী নারীদের মধ্যে ১৪ শতাংশের স্বাস্থ্য, ব্রিটেনের ৭০ বছর বয়সী শ্বেতাঙ্গ নারীদের সমান।
ব্রিটেনের সেন্টার ফর এইজিং বেটারের জ্যেষ্ঠ এভিডেন্ট ম্যানেজার এইডেন ইয়াং বলেছেন, এই গবেষণা বিভিন্ন জাতিগত গোষ্ঠীর মধ্যে যে মারাত্মক স্বাস্থ্যগত বৈষম্য প্রকাশ করেছে তা উদ্বেজনক। বিষয়টি আরও বেশি হতাশাজনক এই কারণে যে, গত ২৫ বছরেও পরিস্থিতির কোনও ইতিবাচক পরিবর্তন হয়নি। পরিস্থিতি মোকাবিলায় ব্রিটেনে প্রত্যেক এথনিক মাইনরেটি কমিউনিটির জাতিগত তথ্য প্রয়োজন।
টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ রবিবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্রিটেনের ইউনিভার্সিটি অব সাসেক্সের জরিপে ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের স্বাস্থ্যগত দুরবস্থার যে চিত্র উঠে এসেছে, তা খুবই উদ্বেগজনক। সরকারের এ বিষয়ে যেমন সমন্বিত কর্ম পরিকল্পনা দরকার, তেমনি কমিউনিটির মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগের কোনও বিকল্প নেই’। সূত্র: বাংলাট্রিবিউন।