সারাবিশ্বডটকম আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে বাড়ির মালিকানায় ভারতীয় ও পাকিস্তানি কমিউনিটির পাশাপাশি শীর্ষে রয়েছেন বাংলাদেশিরাও।
থিংক ট্যাংকের বিশ্লেষণ অনুসারে,বাংলাদেশি, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি ভারতীয় ও পাকিস্তানি কমিউনিটির সঙ্গে নিজেদের কেনা ঘরে বসবাস করে। সোমবার (১৪ অক্টোবর) পলিসি এক্সচেঞ্জের প্রকাশনা ‘এ পোর্ট্রেট অফ মডার্ন ব্রিটেন: এথনিসিটি অ্যান্ড রিলিজিয়ন’ দেশের অনেক জাতিগোষ্ঠীর জনসংখ্যা, শিক্ষাগত, স্বাস্থ্য এবং অর্থনৈতিক পরিস্থিতির সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে।
এ তালিকায় পেশাদার কর্মীদের সর্বোচ্চ সংখ্যাসহ বাড়ির মালিকানার সর্বোচ্চ একাত্তর শতাংশ এমন সম্পত্তিতে বসবাস করে যা হয় সরাসরি মালিকানাধীন বা বন্ধকি লোন অথবা শেয়ার্ড মালিকানাসহ মালিকানাধীন, বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রেডফিল্ড এবং উইল্টন দ্বারা পরিচালিত পোলিংয়ের সাথে যুক্ত করে ব্রিটেনের আদমশুমারি ও অন্যান্য পরিসংখ্যানগত সংস্থার বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়। জরিপের প্রশ্নের উত্তরদাতাদের মধ্যে ব্রিটিশ বাংলাদেশিরাও ছিলেন।
বিশ্লেষণের মূল ফলাফলগুলোর মধ্যে অন্যতম ছিল, যে চারজন অভিবাসীর মধ্যে প্রায় তিনজন বিশ্বাস করেন, শিশুদের ব্রিটিশ ইতিহাস নিয়ে গর্বিত হতে শেখানো উচিত।বেশিরভাগই বিশ্বাস করেন, ব্রিটেন ঐতিহ্যগতভাবে একটি ঐতিহাসিক ভিত্তি ছিল।