বোনের সম্পত্তি মৌখিক সম্মতিতে দখল করলেও জেল: ভূমিসচিব

ফাইল ছবি।

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: নতুন ভূমি আইনে শুধু মৌখিক সম্মতিতে বোনের সম্পত্তি দখল করলেও ভাইয়ের সাজার বিধান রয়েছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে নীতি সংলাপ ‘ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান। ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম’ সভাটির আয়োজন করে।
সচিব বলেন, ‘উত্তরাধিকার আইনের ক্ষেত্রে নারীদের বঞ্চিত করা হয়। ভাইদেরও প্রবণতা আছে বোনদের বঞ্চিত করে জমি নিয়ে নেয়া। ইটস অ্যা ক্রাইম। কেউ যদি বলে আমার বোন মৌখিকভাবে আমাকে দিয়েছে, তাও মাফ নাই। ভাইকে জেলে ঢুকতে হবে, সাজা তাকে পেতে হবে। এটা ভূমি অপরাধ আইনে আসছে।’
 নতুন আইনে নদী ভাঙনের শিকার মানুষের ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য বিশেষ বিধান রাখা হয়েছে বলে জানিয়ে সচিব বলেন, ‘সিকস্তি, পয়স্তিরে একটা চ্যাপ্টার আছে। এই আইনে নতুন কিছু বিষয় আছে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিকদের ৯৭ ধারার ব্যাপারে আমরা কাজ করছি। ১৬টা জেলার ব্যাপারে একট সার্কুলার দেব।’

অর্পিত সম্পত্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘অর্পিত সম্পত্তি সরকারি সম্পত্তি নয়। তাই সরকার এর ভার আর কতদিন টানবে? আইনটা রি-ডিজাইন করার জন্য আমরা ড্রাফটিং শুরু করেছি।’

সচিব জানান, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান ও ম্যাপসহ অন্যান্য খাত থেকে ২০২২-২৩ অর্থবছরে মাত্র ৮ মাসে ডিজিটাল ভূমিসেবা সিস্টেম থেকে সরকারি কোষাগারে প্রেরণ করা হয়েছে ৫৫০ কোটি টাকার বেশি অর্থ। অনলাইনে ভূমি উন্নয়ন কর চালু হবার পর গত ২০২১-এর সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত শুধু অনলাইনে রাজস্ব সংগ্রহের হার প্রায় ৪৭০ কোটি টাকা। ২০২২-২৩ এ আদায়ের অগ্রগতি ৩২৬%। গত ২০ ফেব্রুয়ারি, এক দিনেই আদায় হয়েছে সাড়ে ৩ কোটি টাকার বেশি রাজস্ব। ২০২১ সাল থেকে এই পর্যন্ত ই-নামজারি ফি আদায় হয়েছে ২০০ কোটি টাকার বেশি। প্রতিদিন গড়ে আদায় হচ্ছে ১ কোটি টাকা।’

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইখতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ বক্তব্য দেন।