বেনাপোলে ট্রেনের ধাক্কায় ট্রলিচালক নিহত

অনলাইন ডেস্ক: খুলনা থেকে বেনাপোলমুখী কমিউটার ট্রেনের ধাক্কায় বালিভর্তি ট্রলির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার সময় বেনাপোলের দিঘিরপাড় রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। গ্রামবাসী জানায়, ব্যস্ততম এ সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু সেখানে রেলগেট না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। আহতরা হলেন বেনাপোল পোর্ট থানার রাজবাড়ি গ্রামের রবিউল ইসলামের ছেলে আমিরুল (৩৫) ও শার্শা থানার মাটিপুকুর গ্রামের আনিছুরের ছেলে হাসান (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে দিঘিরপাড় রেল ক্রসিংয়ে কোনো গেট নেই। স্থানীয় লোকজনের নিষেধ অমান্য করে বালিভর্তি একটি ট্রলি রেলগেট পার হওয়ার মুহূর্তে খুলনা থেকে বেনাপোলমুখী কমিউটার ট্রেনটি ট্রলিটিকে ধাক্কা দিলে পাশের খাদে নিচে একটি বাড়িতে পড়ে যায়। বাড়ির রান্নাঘর ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রলির চালক হাসান ও হেলপার আমিরুল গুরুতর আহত হয়। এদের মধ্যে চালক হাসানের অবস্থা আশঙ্কাজনক। পরে ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে নাভারন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।

বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ তৌহিদুর রহমান বলেন, উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত নাভারন হাসপাতালে পাঠায়। তবে আহত হাসানের মাথায় আঘাত লাগায় তার অবস্থা আশঙ্কাজনক।