সারাবিশ্বডটকম অনলাইন ডেস্ক: বকেয়া বেতন আদায়ের দাবিতে রাজধানীর শিয়ালবাড়ী এলাকার সড়কে অবস্থান নিয়েছিলেন যমুনা ফ্যাশনওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। তবে বেলা ১১টার দিকে গার্মেন্টসের মালিক বকেয়া বেতন দেওয়া শুরু করায় আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যান।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রূপনগর শিয়ালবাড়ি এলাকার সড়ক থেকে সরে গেছেন আন্দোলনরত শ্রমিকরা। এদিন বেলা ১১টার দিকে গার্মেন্টসের মালিক শ্রমিকদের বেতন দেওয়া শুরু করে। এর ফলে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। যমুনা ফ্যাশনওয়্যার লিমিটেড মালিকের সঙ্গে শ্রমিকরা তাদের অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেছেন।
এর আগে, বুধবার সকাল ৯টার দিকে রূপনগরের শ্রমিকরা বকেয়া বেতন ও বিভিন্ন সুবিধার দাবিতে সড়ক অবরোধ করেন।