সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: আজ বাঙলা সাহিত্যের জনপ্রিয় লেখক বহু ভাষাবিদ অমর কথাসাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর ১১৭তম জন্মবার্ষিকী ৷
সৈয়দ মুজতবা আলীর জাতীয়তাবাদ চিন্তা আমাদের মুগ্ধ করে । উন্নত সমাজ গঠন করতে হলে আমাদের বারবার তাঁর কাছে ফিরে যেতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব মো. এহছানে এলাহী।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঙলা সাহিত্যের অমর সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে এ কথা বলেন তিনি।
দিবসটি উদযাপন উপলক্ষে সৈয়দ মুজতবা আলী পরিষদের উদ্যোগে তেজগাঁওস্থ বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) মিলনায়তনে আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয় ।
সৈয়দ মুজতবা আলী পরিষদের সভাপতি আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এহছানে এলাহী ৷ “সৈয়দ মুজতবা আলীর জাতীয়তাবাদ চিন্তা”- শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুজতবা আলী পরিষদের সাধারণ সম্পাদক কবি সৌমিত্র দেব৷
বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা ড্রিমারসের প্রেসিডেন্ট কবি শেলী সেনগুপ্তা , ড. গোলাম মোস্তফা , কবি কামরুল হাসান, ড.সৈয়দ ইহসানুল করিম, প্রীতি সারমান৷
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাকিব খান, মেনন চৌধুরী, কামরুজ্জামান হিমু, আনহার সামসাদ প্রমুখ । কবিতা পাঠ করেন আফলাতুন নাহার ও রাজিয়া সুলতানা ।
আনোয়ার চৌধুরী বলেন, সৈয়দ মুজতবা আলীর জাতীয়তাবাদের মধ্যেই লুকিয়ে আছে বিশ্বজনীনতা । তাঁর যথার্থ মূল্যায়ণ বাংলাদেশ বা ভারত কোথাও হয়নি ।
সৌমিত্র দেব তাঁর প্রবন্ধে বলেন , মুজতবার এই ধ্যানের বাংলার ভেতরেই তার জাতীয়তাবাদী চিন্তা নিহিত। যা বেড়ে উঠেছে সংস্কৃতিকে অবলম্বন করে। মুজতবার জাতীয়তাবাদ ধর্মভিত্তিক তো নয়ই, প্রাদেশিকও নয়, নৃতাত্ত্বিক ধারা থেকে তা গড়িয়ে গেছে আন্তর্জাতিকতার দিকে। সংস্কৃতি নির্ভর জাতীয়তাবাদী চিন্তা বিস্তৃতি পেয়েছে আগ্রাসনে নয়, ভালোবাসায়।