বৃষ্টির প্রার্থনায় রাজধানীতে সালাতুল ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত

সালাতুল ইস্তিসকার

সারাবিশ্বডটকম নিউজ ডেস্ক: রাজধানীতে বৃষ্টির প্রার্থনায় জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহর পূর্ব ঘোষিত বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকার) অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর আফতাবনগর এল ব্লক খেলার মাঠে বিশেষ এ নামাজটি অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করে। এ সময় রহমতের বৃষ্টি ও দেশবাসীর জন্য মুসল্লিদের সঙ্গে বিশেষ মোনাজাত করেন শায়খ আহমাদুল্লাহ।

এর আগে, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা এক মিনিটে সামাজিক যোগাযোগের মধ্যম ফেসবুকে তিনি লিখেছেন- আগামীকাল সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইস্তিসকার সালাত অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ। (কমেন্টে গুগল লোকেশন) যাদের সুযোগ আছে, অংশগ্রহণ করি।